Dec 13, 2007

সমাবর্তন-২: আবারও সিলেট!

এইবার সিলেটে যাবার জন্যে ৩৪ জনের একটা চিল্লা-চিল্লি গ্যাং গঠন করা গেলো। তানিম থাকাতে শুরু থেকেই সবাই মোটামুটি নিশ্চিত ছিলাম বেশ রাত পর্যন্ত দাঁত কেলানো যাবে। যথারীতি, ঘন্টা-খানিকের মধ্যেই আমাদের বগি অন্য বগির যাত্রীদের মনোঃ-কষ্টের এবং ঘুম-কষ্টের কারণ হয়ে দাড়ালো। টিকেট-চেকারের মাধ্যমে তারা হুমকি দিলো, চিল্লা-মিল্লি না থামাইলে ট্রেন অবরোধ করা হবে। শোনার পরে ৩০ সেকেন্ডের মত বগি অবশ্যি শান্ত ছিল।

প্রথম দিন পোস্টালের রেস্ট হাউসে উঠলাম। পরদিন মদিনা মার্কেট। সিলেটে আমরা যারা ৯/বি, পাঠানটুলায় থাকতাম, তাদের জন্যে চাচার টং ছিল ফরজীয় লেভেলের রুটিন। শেষদিকে প্রতিদিন সেখানে বিরাট আড্ডা বসত। শামসীর & রসি ভাই(গ্রামীণ ফোনের কল্যানে রসি ভাই তখন সিলেটে), শিহাব, সাইফুল, মনীষ, শিবলী, রনি, অমিত, সাদী, শিবাজী, সজীব(01) ..., আর আমরা ৯/বি, মির্জা ভিলা। ফুটপাত হকার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সেই বড় টং আর নেই। তার বদলে চাচার চ্যাং টং এখন ছোট্ট একটি দোকান হয়ে ঠিক আমাদের ৯/বি বাসার গেটের পাশেই আশ্রয় নিয়েছে। মদিনা মার্কেটে নেমেই বাসায় ঢুকবার আগে চাচার খোঁজ নিলাম। ভালোই আছেন। সেদিন রাতেই ছোট আরেকটা আড্ডা বসে গেল। অপরিহার্য সূরা সদস্য শামসীর & রসি ভাই সহ!

[চলবে]
















0 টি মন্তব্য: