মাসিক "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের গত তিনটি সংখ্যায় ফ্রিল্যান্সিং নিয়ে তিনটি প্রতিবেদন লিখেছি। এরপর থেকে প্রতিদিন অসংখ্য ইমেইল পাচ্ছি। আমি চেষ্টা করি সবার ইমেইলে উত্তর দিতে। কিন্তু ব্যস্ততার কারণে সবসময় ইমেইল করা হয়ে উঠে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একই ধরনের প্রশ্ন অনেকেই করছে। পরিশেষে চিন্তা করে দেখলাম পাঠকদের জন্য একটি ওয়েবসাইট হলে সবার জন্যই ভাল হয়। সেই চিন্তা থেকে তৈরি করলাম একটি সাইট - ফ্রিল্যান্সার হওয়ার গল্প।
সাইটির ঠিকানা হচ্ছে: www.FreelancerStory.blogspot.com
ইচ্ছে আছে নিয়মিতভাবে লেখার। আশা করছি সাইটি সকলে উপকৃত হবেন।
Aug 29, 2008
ফ্রিল্যান্সার হওয়ার গল্প
বিভাগ: ওয়েবসাইট পরিচিতি
সাব্সক্রাইব করুন:
এই পাতাটি
0 টি মন্তব্য:
আপনার মন্তব্য দিন