Jun 3, 2007

স্বাগতম !!!

সবাইকে বাংলা সাহিত্যের এই নতুন ভুবনে স্বাগতম। পাঠককে আনন্দ দানের মাধ্যমে বাংলা ব্লগের বিশাল সম্ভার তৈরি করাই হচ্ছে এই সাইটের মূল উদ্দেশ্য। যারা বাংলায় ব্লগ লিখতে ভালবাসেন তাদেরকে এই সাইটে আমন্ত্রণ জানাচ্ছি। নিম্নলিখিত বিষয়ের উপর লেখা আহ্বান করা হচ্ছে -

  • ছোট গল্প
  • কবিতা
  • রম্য রচনা
  • কৌতুক
  • মজার তথ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • নিজের কথা
লেখা একান্ত নিজস্ব হওয়া অত্যাবশ্যক নয় - সংগ্রহ বা অনুবাদ হতে পারে। যারা এই সাইটে লিখতে চান তারা আমার কাছে বাংলায় ইমেইল করুন এই ঠিকানায় : zakaria.cse@gmail.com । আপনাদের সক্রিয় অংশগ্রহনে পরিপূর্ণ হয়ে উঠবে এই সাইট।

0 টি মন্তব্য: